Al-Ashraf Islamic Academy now on Admission.আল-আশরাফ ইসলামী একাডেমী ভর্তী চলছে।
Al-Ashraf Islamic Academy
আল-আশরাফ ইসলামী একাডেমী।
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন ও P H P কুরআনের আলোর আঙ্গীকে ব্যতিক্রমধর্মী একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।
সাফলতার তৃতীয় বৎসর পদার্পণ।
চলতি শিক্ষাবর্ষে কোটা ভিত্তিক
আবাসিক, অনাবাসিক,ফুল টাইম, ভর্তী নিচ্ছি, ভর্তী নিচ্ছি।
আগ্রহী অভিভাবকগন দ্রুত যোগাযোগ করুণ।
এতিম ও গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়া!
বিভাগ সমূহ হলো,
১. আদর্শ নূরানী বিভাগ, প্রাইমারী।
২. নাযেরা বিভাগ, হিফজের প্রস্তুতি মূলক।
৩. হিফযুল কুরআন বিভাগ, আন্তর্জাতিক মানের।
আল- হাদিসে বণিত আছে, যে সকল পিতা-মাতাগণ তাদের সন্তানদের কুরানে হাফেজি শিক্ষা দিবেন, তাদের রোজ হাশরের মাঠে নূরের তাজ পরানো হবে। "সুবহানআল্লাহ"
পাঠদানের বৈশিষ্ট্যাবলী সমূহ,
প্রখ্যাত ওলামায়ে কিরাম, শিক্ষাবিদ ও ইসলামি চিন্তাবিদদের সু-পরামর্শে পরিচালিত। নূরানী ও হুফ্ফাযুল কুরআন ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলি দ্বারা নূরানী ও হিফজুল কুরআন বিভাগ পরিচালিত। সৌদিআরব ও মিশরের ন্যায় কম্পিউটারের মাধ্যমে আন্তর্জাতিক ক্বারী সাহেবদের বিশুব্ধ হরফ উচ্চারণ ও তেলাওয়াতের মাশ্ ক্ব করানো হয়। আন্তর্জাতিক মানের হাফেজে কুরআন হিশেবে গোড়ে তোলার পাশাপাশি আমল আখলাক্ব ও তারবিয়াতের প্রতি বিশেষ নজরদারী দেয়াহয়।
কুরআন শিক্ষার পাশাপাশি বাংলা,গণিত,ইংরেজি
পাঠদানের প্রতি বিশেষ ব্যবস্থা। ইস্কুল পড়ুয়া চতুর্থ - পঞ্চম শ্রেণীর ছাত্রদের জন্য স্বল্প সময়ে হিফযুল কুরআন শেষ করার ব্যবস্থা। ছুটিতে থাকাকালীন সময় দৈনন্দিন রিপোর্ট সংরক্ষণের মাধ্যমে তদারকি করা। ব্যস্ত ও প্রবাসী অভিভাবকদের সন্তানের পূর্ণ দায়িত্ব গ্রহণ। হাতের লেখা সুন্দরের জন্য বিশেষ গুরুত্বারোপ, আরবি,বাংলা,ইংরেজি। স্বাস্থ্যসম্মত,সুষম ও উন্নতমানের খাবার পরিবশণ। আবাসিক অসুস্থ ছাত্রদের প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা রয়েছে।
সারবিক যোগাযোগের ঠিকানা।
আল-আশরাফ ইসলামী একাডেমী।
পরিচালক - হাফেজ মাওলানা লুৎফুর রহমান।
পরিচালকের মোবাইল নাম্বার - ০১৮৫৫৪৭৭৫৯০।
সাদার ঘর শাহী সিএনজি পাম্প থেকে একটু পশ্চিমে রাস্তার উত্তর পার্শ্বে, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর।
যে সকল মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন।
অফিসের নাম্বার - ০১৬৩৭০২০৭৩৬।
হাফেজ সাহেবের নাম্বার - ০১৮৩৮৯৮৭০৪৭।



No comments
Thanks for comments