সাদার ঘর নাম টির সাথে অনেকেই পরিচিত। সাদার ঘর স্থান টি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের - লক্ষ্মীপুরে জেলার - ১০ নং চন্দ্রগজ্ঞ ইউনিয়নের - রামকৃষ্ণ পুর গ্রামে অবস্থিত। "মজার বিষয় হলো অনেক দিন আগে এখানে পান খাওয়ার জন্যে সাদা পাতা এবং মোদি মালামাল বিক্রয় করার একটি দোকান ছিলো, সে থেকে এর নাম করণ হয় সাদার ঘর "। বর্তমানে সাদার ঘর স্থানটি একটি বাস-স্টপ ও একটি ছোট বাজার। এখানে রয়েছে খোকন স্টোর , শাহী গ্যাস পাম্প, সাদার ঘর জামে মসজিদ, সুইজ বেকারী, সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশা ব্যাংক, সি-দীপ এনজিও, কোস্টা এনজিও, ইত্যাদি। এই স্থানটির উপর দিয়ে লক্ষ্মীপুর জেলার সাথে সকল বিভাগের সড়ক যোগাযোগব্যবস্থা । এর সাথে যোগ হয়েছে সাদার ঘর নিউজ ওয়েব সাইট, সাদার ঘর ফেজবুক পেজ, টুইটার, গুগল প্লাস। দেশের খবরা-খবর পেতে চোখ রাখুন সাদার ঘর নিউজ ওয়েব সাইট।
No comments
Thanks for comments